Skip to main content

Posts

Featured

পিয়াসী

বিকাল থেকে আজ আকাশটি, কেন  যে এমন কালো মেঘে ঢেখে রেখেছে, সেটাই ভাবছি বার বার জ্বানালার পাশে বসে।  মাঝে মাঝে কালো মেঘের বুক চিঁড়ে বেরিয়ে আসছে ঝিরঝিরি সাদা মুক্তের ন্যায় জলের ফোঁটা। এই মেঘলা-বাদল বৃষ্টির দিনে , ধ্যাত ! একদম আর বেড়াতে ইচ্ছা করছে না , কি যে করি , ধুর ...শেষ-মেস টিক করলাম বৃষ্টি হয় হোক , আমি বেরাবই । তাই তাড়াহুড়ো করে রান্না চাপিয়ে দিলাম, ভাত আর আলু সিদ্ধ ,এবং দুপুরের তরকারী আছে মুরগির মাংস । রান্না চাপিয়ে স্নান টা করে নিলাম । তারপর ঘর-টর গুছিয়ে , জমিয়ে খেয়ে-দেয়ে , রাত ৮.৩০ - ৯ টার  দিকে ছাতা নিয়ে বেরিয়ে পরলাম । এই ৯ টার সময়ই রাস্তায় লোকজন একদম কম ,আকাশে কালো মেঘ , মাঝে মাঝে গ্রুম্গ্রুম আওয়াজ বার বার যেনো বুকের ভিতর টা কাঁপিয়ে দিচ্ছে ভয়ে । বেরিয়ে ভুল কাজ করলাম না তো , না এইসব না ভেবে বেরিয়ে পরেছি যখন তখন আর কি , যা হয় হবে । মেন রাস্তায় গিয়ে একটি বাস ধরলাম , তখন ও হালকা হালকা বৃষ্টি হচ্ছে , মিনিট ১০ লাগে যেতে , তারপর নেমে আরো ৫ মিনিট হেঁটে সেই অভিশপ্ত বাস স্টান্ডে পৈাছালাম । হায়রে হতো ভাগী আমি ! তখন থেকেই বকবক করছি , কিন্তু আমি কে সেটাই তো বলা হয়নি । আমি, পিয়া

Latest Posts

আমি চৌকিদার